চাঁচড়ায় জমি নিয়ে বিরোধ : মামলা তুলে নিতে বাদীকে হুমকি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদরের চাঁচড়ায় জমাজমি নিয়ে বিরোধে দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।  চাঁচড়ার আব্দুর রাজ্জাকের ছেলে হাসানুল খবিরের অভিযোগ, চাঁচড়া পশ্চিমপাড়ার দিদার বক্সের ছেলে আবুল কালাম আজাদ ও আবু তালেব, আব্দুল মান্নানের ছেলে সজল হোসেন, আবুল কালাম আজাদের ছেলে ওহি, মৃত অহেদ বক্সের ছেলে আব্দুল মান্নান ও কামাল হোসেন তাকে তার পৈত্রিক জমি থেকে উচ্ছেদের পাঁয়তারা চালিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এ খবর জানতে পেরে উল্লিখিতরা গত বছরের নভেম্বরে তার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করেন এবং গাছপালা কেটে দেন। এই ঘটনায় তিনি কোতয়ালি থানায় একটি জিডি করেন। এরই জের ধরে উল্লিখিতরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। নতুবা তারা তার ঘরবাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেন। এরপর গত বছরের ২৯ নভেম্বর আসামিরা ফের তার বাড়িতে চড়াও হন এবং তারা ভাঙচুর চালান। এ সময় তার বাড়ির ভাড়াটিয়াদের জোরপূর্বক নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া আসামিরা তাকে মারপিট করেন। তার কাছে ফের ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এই ঘটনায় তিনি গত বছরের ১৪ ডিসেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উল্লিখিতদের আসামি করে মামলা করেন। এই মামলা দায়েরের পর আসামিরা প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছেন। মামলা তুলে না নিলে তারা তাকে নানাভাবে ক্ষতি করার হুমকি দিচ্ছেন। ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।