যশোরে হত্যা প্রচেষ্টা মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুরের রকিবুল হাসান অনিক নামে এক যুবককে হত্যা প্রচেষ্টার মামলায় ৬ সন্ত্রাসীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হচ্ছে, শংকরপুর জমাদ্দারপাড়ার ঠিলে মুন্সির ছেলে টুনি শাওন, হাফিজুর রহমানের ছেলে মুছা, আশরাফ হোসেনের ছেলে ঝন্টু, কুট্টির ছেলে আপন, কাজলের ছেলে বুলেট সাগর ও মোরেজের ছেলে রহিম। মামলা সূত্রে জানা যায়, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ভিকটিম রকিবুল হাসান অনিক শংকরপুর জমাদ্দারপাড়ার আলতাফ হোসেনের ছেলে। তিনি যশোর-বেনাপোল সড়কের একটি বাসে হেলপারি করেন। ২০২০ সালের ১০ জুলাই মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথে শংকরপুর ছোটনের মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা তার ওপর চড়াও হয় এবং তার শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করা হয়। এতে অনিক গুরুতর জখম হন। এ ঘটনায় আহত অনিকের পিতা আলতাফ হোসেন উল্লিখিত ৬ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। চার্জশিটে অভিযুক্ত সকল আসামিকে পলাতক দেখানো হয়েছে।