চাঁদাবাজির অভিযোগে দুই সহোদরের বিরুদ্ধে আদালতে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরে রেল রোডের ‘রায় কম্পিউটার’ নামে একটি প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে দুই সহোদরকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের মৃত মানিক রায়ে ছেলে মিন্টু রায় এ মামলা করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, রেল রোড চৌরাস্তা মোড়ের মৃত স্বপন কুমার মোদকের দুই ছেলে অমিত কুমার মোদক ও সুদীপ কুমার মোদক। বাদী মিন্টু রায়ের অভিযোগ, রেল রোড চৌরাস্তা মোড়ে তার ‘রায় কম্পিউটার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আসামিরা বেশ কিছুদিন ধরে তার প্রতিষ্ঠানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দিলে তারা ব্যবসা করতে দিবেন না বলে হুমকি দেন। গত ৭ জানুয়ারি আসামিরা তার প্রতিষ্ঠানে গিয়ে ফের চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা প্রতিষ্ঠানে লাগানো এসি খুলে নিয়ে যান।