শেখহাটিতে জামাইকে অপহরণ করে মারধর শ্বশুর আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শেখহাটিতে জামাইকে অপহরণ করে মারধরের অভিযোগে শ্বশুর আরিফ হোসেন ওরফে পানবাবু (৪৮)কে আটক করেছে পুলিশ। যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা মশিউর রহমানের অভিযোগ, দ্ইু বছর আগে ছোট শেখহাটি জামরুলতলা এলাকার বাসিন্দা আরিফ হোসেন ওরফে পানবাবুর মেয়ে রানু খাতুনের (২০) সাথে তার ছেলে জুয়েল হোসেনের (২৬) বিয়ে হয়। বিয়ের পর রানু খাতুন তার পিতামাতার প্ররোচণায় স্বামীর সংসারে অশান্তি করতেন। স্বামীর সংসারে রানু খাতুনের অশান্তি সৃষ্টির বিষয়টি আরিফ হোসেনকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। গত বৃহস্পতিবার বিকেলে তার ছেলে জুয়েল হোসেন পারিবারিক প্রয়োজনে কেনাকাটার জন্য মোটরসাইকেলে করে শেখহাটির হাইকোর্ট মোড়ে যান। এ সময় আরিফ হোসেন এবং ছোট শেখহাটি জামরুলতলা এলাকার জালাল উদ্দিনের ছেলে জাফর (২৩)সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন তাকে অপহরণ করেন। তারা তাকে ছোট শেখহাটি মুন্সীপাড়ার জনৈক আশরাফ আলীর লিচুবাগানে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। এ বিষয়টি জানতে পেরে তিনি (মশিউর রহমান) পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তার ছেলে জুয়েল হোসেনকে উদ্ধার এবং আরিফ হোসেনকে আটক করে। তবে আরিফ হোসেনের অন্য সঙ্গীরা কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, আটক আরিফ হোসেনসহ তার সঙ্গীদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার আরিফ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়।