যশোরে ডিবি পুলিশ পরিচয়ে নারী অপহরণ, দুর্বৃত্ত আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক থেকে প্রেমিককে জোরপূর্বক নামিয়ে প্রেমিকাকে অপহরণ এবং ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে আটক হয়েছে রানা মোল্লা (৩৮) নামে এক দুর্বৃত্ত। গতকাল শুক্রবার দুপুরে শহরের পালবাড়ি থেকে তাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশে দেয়া হয়েছে। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গারামপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে শিহাব উদ্দিন তার প্রেমিকাকে নিয়ে দুপুর দেড়টার দিকে যশোরে আসেন। মণিহার এলাকা থেকে তারা একটি ইজিবাইকে ওঠেন শহরে আসার জন্য। ওই সময় একই ইজিবাইকে আরেক ব্যক্তি ওঠেন। কিছুদূর আসার পর ইজিবাইকে আরও এক ব্যক্তি ওঠেন। এরপর ওই দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে শিহাব উদ্দিনকে জোরপূর্বক ইজিবাইক থেকে নামিয়ে দিয়ে তার প্রেমিকাকে নিয়ে পালবাড়ি এলাকায় যান। সেখানে শিহাব উদ্দিনের প্রেমিকাকে ভয়ভীতি দেখিয়ে তার টাকাসহ অন্যান্য মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে ওই নারী চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে গিয়ে রানা মোল্লা নামে এক দুর্বৃত্তকে হাতেনাতে আটক করেন। তবে তার সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক রানা মোল্লাকে হেফাজতে নেয়। তিনি আরও জানান, আটক রানা মোল্লা ঝিনাইদহ সদরের কুলবাড়িয়া গ্রামের নজরুল মোল্লার ছেলে। পালিয়ে যাওয়া তার সঙ্গীর নাম মুন্না (৩৫)। ঝিনাইদহ সদরের বিষয়খালীতে তার বাড়ি।