বরফে ঢেকে গেছে সাহারা মরুভূমি!

0

লোকসমাজ ডেস্ক॥ ইউরোপ-আমেরিকায় এখন শীতকাল চলছে। অনেক দেশেই বরফ পড়া শুরু হয়েছে। যেটা ব্যতিক্রম কিছু নয়। তাই বলে সাদা বরফে ঢেকে যাবে আফ্রিকার সাহারা মরুভূমি! প্রকৃতি ও আবহাওয়ার বিরল দৃশ্য দেখা গেল বিশ্বের দীর্ঘতম মরুভূমি সাহারাতে। সেখানে তাপমাত্রা নেমে গেছে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে। উত্তপ্ত রোদের বালির ওপর ছেয়ে গেছে বরফ। বরফে ঢাকা সাহারার ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। মরুর জাহাজ খ্যাত উট দাঁড়িয়ে আছে বরফের ওপর। ৩৬ লাখ বর্গ মাইল জুড়ে সাদা বরফের চাদর দেখে মুগ্ধ নেটিজেনরা। তবে সাহারায় বরফ পড়ার ঘটনা নতুন নয়। গত ৪২ বছরে এই নিয়ে চতুর্থবার এমন দৃশ্য দেখা গেল। সাহারায় প্রথমবার বরফ পড়তে দেখা গিয়েছিল ১৯৭৯ সালে। কিন্তু পরবর্তী সাড়ে তিন দশকে আর বরফ পড়েনি সেখানে। ২০১৬ সালের ডিসেম্বরে ফের তুষারপাত হয় সাহারায়। তারপর আবার ২০১৮ সালের জানুয়ারিতে। তিন বছরের ব্যবধান পেরিয়ে আবারও ২০২১ সালের জানুয়ারি সাী হল এই নয়নাভিরাম দৃশ্যের।