সন্ত্রাসীদের হাতুড়িপেটায় কালীগঞ্জে কৃষক আহত

0

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহের কালীগঞ্জের সন্ত্রাসীরা এক কৃষককে হাতুড়িপেটা করে তার দু’পা ভেঙে দিয়েছে। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি দখল করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। হাতুড়িপেটার শিকার কৃষক আনিছুর রহমান (৩৫) জানিয়েছেন, বুধবার মাগরিবের আজান শেষে ভ্যানযোগে তিনি কালীগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি ওই উপজেলার বারোপাখিয়া গ্রামে। পিতার নাম ইসহক আলী বিশ্বাস। বাড়ি ফেরার পথে কালীগঞ্জ খৃষ্টান মিশনারি কবর স্থানের সামনে পৌঁছুলে নিয়ামতপুরের রেজাউল, রবিউল, বিল্লাল ও নরেন্দ্রপুরের শফিকসহ ৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ভ্যানচালক ফিরোজকে পাশে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখে। এরপর হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার দু’পায়ে বেদম প্রহার কর। সন্ত্রাসীদের হাতুড়িপেটায় তার দু’পা ভেঙে যায়। এ সময় সন্ত্রাসীরা তার কাছ থেকে টাকা লুট করে নিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করার পর স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আনিছুর রহমানের অবস্থার অবনতি হলেও কর্তব্যরত চিকিৎসক গতকাল দুপুরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। আনিছুর রহমান ও তার স্বজনরা জানিয়েছেন, রেজাউল ইসলাম আনিছুর রহমানের এক একর জমি লিজ নেয়ার নাম করে গত ৩ বছর জোরপূর্বক দখল করে রেখেছে। লিজের টাকা কিংবা কিছু না দেয়ায় তিনি (আনিছুর) জমি ফেরত চান। জমি না ছাড়ার কারণে ঝিনাইদহ দেওয়ানি আদালতে মামলা করেন এবং ওই জমিতে গত বুধবার ধান রোপণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই সন্ত্রাসীরা তার ওপর এ হামলা চালায় বলে জানিয়েছেন তিনি।