উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যশোরের ৬৬৬ ভূমিহীন পরিবার কাল ঘর পাচ্ছেন

0

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে (মুজিববর্ষ) যশোর জেলায় ১ হাজার ৭৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিও গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ২৩ ডিসেম্বর প্রথম ধাপে ৬শ ৬৬টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। গতকাল যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান। প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক আরো বলেন, ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী মুজিববর্ষে তার উপহার স্বরূপ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন। সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের জন্য জেলাও উপজেলা পরিষদে কমিটি রয়েছে। এ কমিটির সাথে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে কথা বলবেন। যশোর সদর উপজেলা পরিষদে এ দিন ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক এ সময় সদর উপজেলা পরিষদে উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক জানান, যশোর জেলার ৮ উপজেলায় ১ হাজার ৭৩টি ভূমিহীন পরিবারের মধ্যে প্রথমধাপে ৬শ ৬৬টি পরিবারের মধ্যে ভূমি ও গৃহ প্রদান করা হচ্ছে। এরমধ্যে যশোর সদর উপজেলায় ২শ ৯০টি, বাঘারপাড়ায় ১৪টি, ঝিকরগাছায় ১৯টি, চৌগাছায় ২৫টি মণিরামপুরে ১শ ৯৯টি, অভয়নগরে ৫৭টি, কেশবপুরে ১২টি ও শার্শা উপজেলায় ৫০টি পরিবার পুনর্বাসিত হচ্ছে। এসব পরিবারের প্রত্যেককে ২শতাংশ খাস জমিসহ ঘর ও দলিল দেয়া হচ্ছে। প্রত্যেকটি গৃহনির্মাণ বাবদ ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি গৃহে দু’টি কক্ষ, একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর ও একটি ইউটিলিটি প্রেস সংযোজিত রয়েছে। ইটের দেয়াল, গাঁথুনি এবং রঙীন টিনের ছাউনি বিশিষ্ট দৃষ্টি নন্দন এসব ঘর নির্মাণ কাজে উন্নত মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সকল ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ ধারাবাহিকতায় প্রথম আশ্রয়ণ প্রকল্প-২ এর মাধ্যমে সারাদেশে ৬৯ হাজার ৯শ ৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হচ্ছে। প্রেসব্রিফিং-এ উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ জিয়াউর রহমান, রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ হাফিজুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডাঃ মোঃ মাহমুদুল হাসান ও প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।