ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত : নতুন প্রজন্মের মনে জিয়াউর রহমানের আদর্শ চিন্তা চেতনা গেঁথে দিতে হবে

0

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নতুন প্রজন্মের মনে তাঁর আদর্শ চিন্তা চেতনা গেঁথে দিতে হবে। যাতে তারা জিয়াউর রহমান সম্পর্কে জনাতে পারে। শিশুদের জানাতে হবে, কিভাবে তার আদর্শ অনুসরণ করে বেগম খালেদা জিয়া স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিভাবে তার পুত্র তারেক রহমান গ্রাম থেকে গ্রামে ঘুরে মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছেন এবং তাদের ভাগ্যের পরিবর্তনের জন্যে কাজ করেছেন।
গতকাল বৃহস্পতিবার তার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদল আয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, জিয়াউর রহমান শিশুদের জন্য শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন। যেখানে গল্প, আবৃতি, বিতর্ক প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি হয়। যার মাধ্যমে শিশুদের প্রতিভা বিকশিত হচ্ছে। শিশুদের সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন নতুন কুঁড়ি নামে একটি অনুষ্ঠান চালু করেন। আজ যারা অভিনেতা অভিনেত্রী তাদের হাতে ঘড়ি, নতুন কুঁড়ির মাধ্যমে পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্রভার গ্রহণ করে মেয়েদের জন্যে বিনামূল্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। এছাড়াও বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ কার্যক্রম চালু করেন। যশোরে এমন কোন শিক্ষাপ্রতিষ্ঠান নেই, যেখানে শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তরিকুল ইসলামের নাম অঙ্কিত নেই।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তফা, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না, বর্তমান সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল আহমেদ, সরকারি এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান চৌধুরী প্রমুখ।