ভিশন ব্লেন্ডার পিঠানন্দ উৎসবে অংশগ্রহণ করবেন যেভাবে

0

লোকসমাজ ডেস্ক॥শীতের আমেজে সবাই নিশ্চয়ই পরিবারসহ নানা স্বাদের পিঠা-পুলি তৈরি করে খাচ্ছেন! এখনই সময় নিজের তৈরিকৃত পিঠার ছবি পাঠিয়ে ভিশন ব্লেন্ডার পিঠানন্দ উৎসবে অংশগ্রহণ করার। পিঠা উৎসবে অংশ্রগ্রহণ করে বিজয়ী হলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার।
তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন মজাদার সব পিঠা। আপনার তৈরিকৃত পিঠার ছবি, পিঠার নাম এবং রেসিপি শেয়ার করে জিতে নিন আকর্ষণীয় উপহার। জেনে নিন পিঠা উৎসবে অংশগ্রহণ করার নিয়মাবলী:
>> পিঠা বানিয়ে পিঠার নাম, পিঠার ছবি এবং রেসিপি আপনার ফেসবুক প্রোফাইল থেকে #VisionBlender এবং #পিঠানন্দ লিখে পাবলিক করে শেয়ার করতে হবে।
>> এই উৎসব চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।
>> প্রতি সপ্তাহে বিজয়ী নির্বাচন করা হবে এবং বিজয়ীদের জন্য থাকবে ভিশন ব্লেন্ডারের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার।
>> একজন প্রতিযোগী চাইলে প্রতি সপ্তাহেই অংশগ্রহণ করতে পারবেন।
>> বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে ‘ভিশন ব্লেন্ডার’ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
>> পিঠানন্দ উৎসবের যেকোনো পরিবর্তন, পরিবর্ধন কিংবা বাতিল ভিশন ব্লেন্ডার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।