লোহাগড়ায় শ্রমিককে হত্যার অভিযোগ দুই জন আটক

0

নড়াইল অফিস ॥ নড়াইলের লোহাগড়ায় শ্রমিক আজমল ফারাজিকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে। তিনি কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মৃত মোজাফফর ফারাজির ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। আজমলের পরিবারের সদস্যরা জানান, আজমল লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রাম এলাকার নবগঙ্গা নদীতে বালির জাহাজে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার রাতে তার (আজমল) লাশ সহকর্মী শ্রমিক মিল্টন তাদের বাড়িতে দিয়ে আসেন। তখন পরিবারের সদস্যদের মিল্টন জানান আজমল হৃদরোগে আত্রান্ত হয়ে মারা গেছেন। পরে দেখা যায় আজমলের মাথায় আঘাতের চিহ্ন। বিষয়টি লোহাগড়া থানাকে জানানো হয়। পরিবারের দাবি আজমলকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজটির মালিক ডালিম ও শ্রমিক মিল্টনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।