যশোরে কিশোরী অপহরণ এবং ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার সিরাজসিঙ্গা গ্রামের এক কিশোরীকে অপহরণ এবং ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত মঙ্গলবার কিশোরীর পিতা একই গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান ছোট্ট ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এ মামলাটি করেন। আদালতের বিচারক টি এম মুসা অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য প্রবেশন অফিসারকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, একই গ্রামের আব্দুল লতিফ গাজীর দুই ছেলে নাজমুল হোসেন ও মোজহারুল ইসলাম, আছর আলী গাজীর ছেলে পিকুল হোসেন, আব্দুল আজিজ সরদারের ছেলে মফিজুর রহমান টিটো এবং মৃত ইরশাদ আলী গাজীর ছেলে ইকবাল মেম্বার।
বাদী আসাদুজ্জামান ছোট্টর অভিযোগ, তার মেয়ে মোহনা আক্তার রচনা ৮ম শ্রেণির ছাত্রী। আসামি দুই সন্তানের জনক নাজমুল হোসেন স্কুলে যাতায়াতের পথে তার মেয়েকে উত্যক্ত করতেন। তাকে বিয়ের প্রলোভন দেখানো হতো। বিষয়টি জানতে পেরে বাদী আসাদুজ্জামান ছোট্ট আসামি নাজমুল হোসেনের পরিবারকে জানান। কিন্তু এতে কোনো প্রতিকার মেলেনি। এরই এক পর্যায়ে গত ১৭ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে নাজমুল হোসেন বাদীর মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান। এছাড়া কৌশলে উল্লিখিত আসামিরা বাদীর বাড়িতে রাখা তিন লাখ টাকা ও একটি মোবাইল ফোনসেটও নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে পরদিন ১৮ জানুয়ারি সন্ধ্যায় আসামিরা তার মেয়েকে মোটরসাইকেলে করে এনে বাদীর বাড়ির পাশে রেখে যান। কিন্তু আসামিরা ওই ৩ লাখ টাকা ও মোবাইল ফোনসেট ফেরত দেননি।