যৌতুক মামলা মীমাংসায় ব্যর্থ হয়ে নারীসহ ৩ জনকে পিটিয়ে জখম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুক মামলায় মীমাংসার ব্যর্থ হয়ে ভুক্তভোগী নারীসহ তার পিতামাতাকে পিটিয়ে আহত করেছে স্বামীসহ পরিবারের লোকজন। গতকাল বুধবার প্রকাশ্য দিবালোকে যশোর টাউন হল মাঠের সামনে এ ঘটনা ঘটে। মনিরামপুর উপজেলার মাঝিয়ালী পূর্বপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে সিরাজুল ইসলামের (৫০) অভিযোগ, তিন বছর আগে তার মেয়ে মোছা. রিক্তার (২২) সাথে যশোর শহরের নাজির শংকরপুর সাদেক দারোগার মোড় এলাকার মৃত জিলানী বাবুর ছেলে মাহবুব হাসান প্রিন্সের (৩৫) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের নাঈম (বর্তমান বয়স ১৯ মাস) নামে একটি পুত্র সন্তানের জন্ম হয়। এরই মধ্যে মাহবুব আলম প্রিন্স তার মা আনোয়ারা বেগম এবং তাদের স্বজন মনিরামপুর উপজেলার সুরাফ মোড়ের আবুল হাশেমের স্ত্রী সফুরা বেগমের কু-পরামর্শে রিক্তার কাছে যৌতুক দাবি করেন। এজন্য রিক্তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। এক পর্যায়ে ৯ মাস আগে উল্লিখিতরা রিক্তাকে মারপিট করে সন্তানসহ তাকে পিতার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু তাকে কোনো ভরণ পোষণ দেয়া হতো না। এরই প্রেক্ষিতে রিক্তা তার স্বামী মাহাবুব আলম প্রিন্স, শাশুড়ি আনোয়ারা বেগম এবং সফুরা বেগমের বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেন। মামলা করার কারণে আসামিরা রিক্তার ওপর ক্ষিপ্ত হন। তারা তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। বুধবার ওই মামলার ধার্য দিন থাকায় রিক্তা যশোরে আদালতে হাজিরা দিতে আসেন। সাথে তার পিতা সিরাজুল ইসলাম ও মা রেকসোনা বেগম (৪০) ছিলেন। দেখা হলে আসামিরা বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন এবং পরে দুই পক্ষ আইনজীবী সমিতির ২ নম্বর ভবনে তাদের (বাদী পক্ষের) আইনজীবী শাহানাজ আক্তারের কক্ষে বসেন। কিন্তু মীমাংসায় ব্যর্থ হয়ে আসামিরা তাদের গালিগালাজ করতে থাকেন। ফলে তারা সেখান থেকে বের হয়ে আসেন এবং দুপুর আড়াইটার দিকে টাউন হল মাঠের পশ্চিমে মুজিব সড়কে পৌঁছালে আসামিরা আচমকা এসে তাদের ওপর হামলা চালান। আসামিরা এ সময় প্রকাশ্যে তাদের এলোপাতাড়ি মারপিট করেন। তাদেরকে কিলঘুষি মারা হয়। এক পর্যায়ে সেখানে লোকজন জড়ো হয়ে গেলে আসমিরা সেখান থেকে চলে যায়। পরে ওই ঘটনায় তিনি (সিরাজুল ইসলাম) কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।