কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা কপিলমুনির বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ সাধু (৭৭) পরলোকগমন করেছেন। মঙ্গলবার রাত ১১টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। তার মুত্যুতে কপিলমুনি বাজারে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে শেষবারের মতো দেখার জন্য বাসায় ছুটে যান। মুত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে কাশিমনগর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।