অভয়নগরে স্কুল মাঠের গাছ কাটার অভিযোগে মামলা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোর অভয়নগরে ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের গাছ কাটার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার যশোর আদালতে মামলাটি দায়ের করেন ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মকছুদুর রহমান হীরক। মামলার আসামিরা হলেন-অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ গাজীর ছেলে ইকরামুল কবির, একই গ্রামের আব্দুল হাকিম শিকদারের ছেলে রুবেল হোসেন, বাদল হোসেনের ছেলে সাচ্চু হোসেন, বনগ্রামের আনোয়ার হোসেনের ছেলে মুজাহিদ হোসেন ও বাহিরঘাট গ্রামের লুৎফর রহমানের ছেলে রাজু হোসেন। মামলা সূত্রে জানা যায়, ১৯২৮ সালে স্থানীয় শিশুদের লেখাপড়ার জন্য শশীভূষণ সাহা নামে এক ব্যক্তি ঘোপেরঘাট প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য জমি দান করেন। ওই বিদ্যালয়ের সামনে কিছু জমি শিশুদের খেলার মাঠ হিসেবে ব্যবহারের ব্যবস্থা রাখা হয়। এই মাঠের জমিতে ৬০ বছর আগে বেশ কিছু মেহগনি গাছ রোপন করা হয়। গত ১১ ডিসেম্বর ওই আসামিরা দটি গাছ কেটে নিয়ে যায়। যার দাম প্রায় দুই লাখ টাকা। গাছ কাটার সময় বাধা দিলে আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন করে লাশ গুম করার হুমকি দেন।