ঝিকরগাছায় বাল্য বিবাহের কুফল ও প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় বাল্য বিবাহের কুফল ও প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুলে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান। ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুলের প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত, ঝিকরগাছা উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার ইমরান আল ফাহাদ, সরকারি এমএল মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক এএফএম সাজ্জাদুল আলম, সাংবাদিক এমআর মাসুদ, আফজাল হোসেন চাঁদসহ বিদ্যালয়ের শিার্থী ও অভিভাবকবৃন্দ। ধারণকৃত উক্ত অনুষ্ঠানটি আগামী ৩০ জানুয়ারি রাত ৮ টায় ঢাকা ক এবং এফএম ১০৬ মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের এ্যাপসে শোনা যাবে বলে বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত জানিয়েছেন।