যশোরে আজও কুয়াশা থাকবে কাল হাল্কা বৃষ্টির সম্ভাবনা

0

স্টাফ রিপোর্টার ॥ সোমবারের মতো একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে আজ যশোরে। একই রকম থাকতে পারে কুয়াশাচ্ছন্ন সকাল তাপমাত্রা সর্বনিম্ন ১১ ডিগ্রির কাছাকাছি। আগামী ২০ জানুয়ারি বুধবার হাল্কা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং তারপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে যশোর আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। সোমবারও তার রেশ ছিল। গতকাল যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। রোববার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে রোববারের চেয়ে সোমবারের তাপমাত্রা কিছুটা কমেছে। এদিকে, গতকাল সোমবার যশোরের সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল। কোথাও কোথাও দুপুরে কিছু সময় সূর্যের দেখা মিললেও সব জায়গায় সূর্যের আলো চোখে পড়েনি। সূর্য না থাকায় শীতের তীব্রতাও অনুভূত হয়েছে। প্রায় সবাই ভারী ও গরম কাপড় পরে শীত নিবারণ করার চেষ্টা করেছে। আজ মঙ্গলবারও কুয়াশাচ্ছন্ন দিন এবং একই পরিবেশ বিরাজ করতে পারে। তাপমাত্রা ১১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলবে না। তবে বুধবার ২০ জানুয়ারিতে যশোরে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২১ জানুয়ারি থেকে ধীরে ধীরে তাপমাত্রা কিছু বাড়তে পারে এবং শীতের তীব্রতা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, সকালের দিকে সূর্যের আলো না থাকায় এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকায় শীতে জবুথবু হয়ে পড়ে যশোরের নিম্নবিত্ত সাধারণ মানুষ। শীতের তীব্রতার কারণে বেশিরভাগ সময় শিশু ও বৃদ্ধদেরকে ঘরের মধ্যে দিন কাটাতে হয়েছে।