যশোরে করোনায় আরও একজনের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ মাসুম (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে যশোরে করোনায় মোট ৬৫ জনের মৃত্যু হলো।
মোহাম্মদ মাসুমের বাড়ি যশোর শহরের পুরাতন কসবায়। যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, মোহাম্মদ মাসুম অসুস্থ হলে গত ১৩ জানুয়ারি নমুনা দেন। নমুনা পরীক্ষা শেষে ১৫ জানুয়ারি তার পজেটিভ রিপোর্ট আসে। রিপোর্ট হাতে পাওয়ার আগেই মৃত্যুবরণ করেন মোহাম্মদ মাসুম। এ নিয়ে যশোরে ৫৬ জন এবং ঢাকায় ৫ জন ও খুলনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সবমিলে করোনায় ৬৫ জনের মৃত হয়েছে যশোরে।
এছাড়া, খুলনা মেডিকেল কলেজের ল্যাব থেকে গতকাল ৪৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে ও এদিন কেউ করোনায় আক্রান্ত হননি। এ পর্যন্ত ২৩ হাজার ৪শ ৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষায় মোট ৪ হাজার ৭শ’ ৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩জন হাসপাতালে এবং ২শ ৭৩জন আইসোলেশনে রয়েছেন।