সাতক্ষীরার নলতায় ওরছ মাহফিল অনুষ্ঠিত

0

কালিগঞ্জ (সাতীরা) সংবাদদাতা ॥ সাতীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতার মাঘুরালীতে হযরত শাহজালাল (র.)এর দরগাহ প্রাঙ্গণে শুক্রবার বাদ মাগরিব হতে ৩৮ তম বার্ষিক ওরছ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দরগাহর উপদেষ্টা কমিটির কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরছ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম ও কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. আশরাফুল ইসলাম আজিজী। দরগাহ পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত ওরছ মাহফিলে আরো আলোচনা করেন উত্তর মাঘুরালী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ফারুক হোসেন এবং দণি মাঘুরালী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসলিম, জনপ্রতিনিধিসহ প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও পরিচালনা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া পরিচালনা করেন আলহাজ মাওলানা মো. আশরাফুল ইসলাম আজিজী।