শৈলকুপায় আশরাফুল, মোংলায় রহমান ও মাগুরায় টুটুল মেয়র নির্বাচিত

0

লোকসমাজ ডেস্ক॥ পৌরসভা নির্বাচনের দ্বিতীয় দফায় গতকাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঝিনাইদহের শৈলকুপায়, বাগেরহাটের মোংলায় ও মাগুরায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যথারীতি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। তাদের প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীরই অভিযোগ ছিল কেন্দ্র দখল ও তাদের কর্মীদের বের করে দেয়ার। এর মধ্যে মোংলা ও মাগুরায় ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
স্টাফ রিপোর্টার ঝিনাইদহ জানান, ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে কাজী আশরাফুল আজম নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট ১০ হাজার ৮৮৮। আশরাফুল আজম তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তৈয়বুর রহমান খান জগ প্রতীকে পেয়েছেন সাত হাজার ২৮১ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন এক হাজার ৫৬৯ ভোট।
বাগেরহাট সংবাদদাতা জানান, বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আব্দুর রহমান বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জুলফিকার আলীকে হারিয়ে আব্দুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ১২টি কেন্দ্রে নৌকা প্রতীকে আব্দুর রহমান পেয়েছেন ১২ হাজার ১২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯২ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী মোকছেদুর রহমান গামা পেয়েছেন ৩৩ ভোট। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ড এবং ৩ টি সংরতি মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী কাউন্সিলররা হলেন, ১ নং ওয়ার্ডে কবির হোসেন, ২ নং ওয়ার্ডে এসএম শরিফুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে বাহাদুর মিয়া, ৪ নং ওয়ার্ডে খান শফিকুর রহমান, ৫ নং ওয়ার্ডে শরিফুল ইসলাম শরিফ, ৬ নং ওয়ার্ডে জি এম আল আমিন, ৭ নং ওয়ার্ডে হুমায়ুন আহমেদ নাসির, ৮ নং ওয়ার্ডে সরোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ডে মজনু গাজী। সংরতি মহিলা ওয়ার্ডে জয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন, ১,২, ৩ নং ওয়ার্ডে জাহানারা আক্তার চানু, ৪,৫,৬ নং ওয়ার্ডে জোহরা বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডে শিউলি আকন।
এদিকে ভোট কারচুপি, কেন্দ্র দখল, কর্মীদের মারধর, জোরপূর্বক ভোট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সকাল সাড়ে দশটায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জুলফিকার আলী ভোট বর্জন করেন। তার সাথে ভোট বর্জন করেন বিএনপি সমর্থিত ১২জন কাউন্সিলর ও স্বতন্ত্র দুইজন কাউন্সিলর প্রার্থী। দুপুরের দিকে ৯টি সাধারণ ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত ৯ কাউন্সিলর প্রার্থী এবং সংরতি ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থী ছাড়া অন্য ২১ কাউন্সিলর প্রার্থীও ভোট বর্জন করেন। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসবা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজি বেনজির আহমেদ বলেন, মোংলা পোর্ট পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। ১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমান বিজয়ী হয়েছেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।
মাগুরা সংবাদদাতা জানান, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী খুরশীদ হায়দার টুটুল নৌকা প্রতিক নিয়ে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন। ওয়ার্ড কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন ১ নং ওর্য়াডে আসিফ আল আসাদ মেলিন, ২ নং এ রেজাউল ইসলাম রিয়াজ, ৩ নং থেকে লিয়াকত আলী, ৪ নং এ মকবুল হাসান মাকুল, ৫ নং এ জাহিদুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে আব্দুল কাদের গনি মোহন, ৭ নং ওয়ার্ডে সাকিব হাসান তুহিন, ৮ নং এ আশুতোষ সাহা এবং ৯ নম্বর ওর্য়াডে আবু রেজা নান্টু বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছে। সংরতি মহিলা আসনে সফেতারা বেগম, সুরাইয়া বাবু ও মনিরা বেগম নির্বাচিত হয়েছে।