হাজারো মানুষের শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা মশিউর রহমান

0

মজনুর রহমান,মনিরামপুর (যশোর) ॥ হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে শনিবার দুপুরে মনিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এস এম মশিউর রহমান। মনিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শ্যামকুড় ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এসএম মশিউর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর গ্রামের বাড়ি আমিনপুরে ছুটে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ অসংখ্য নেতাকর্মী আর সমর্থক। তাঁর বাড়িতে জড়ো হয়েছিলেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সংগঠনের নেতাকর্মী। এর আগে ঢাকা থেকে তাঁর মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে এসে পৌঁছলে স্বজনসহ শোকার্তদের আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে।
জনপ্রিয় রাজনীতিক মশিউর রহমানের স্বজনেরা অভিভাবক হিসেবে অধ্যাপক নার্গিস বেগমকে আঁকড়ে ধরে আর্তনাদ করতে থাকেন। এ সময় অশ্রুসিক্ত আপ্লুত হয়ে অধ্যাপক নার্গিস বেগম শোকার্তদের সমবেদনা জানান। পরে তিনি জেলা বিএনপির পক্ষ থেকে মশিউর রহমানের কফিনে পুস্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ করেন কেশবপুর বিএনপি, শার্শা বিএনপি, বেনাপোল বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন মনিরামপুর থানা ও পৌর বিএনপি, থানা ও পৌর যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্যামকুড় বিএনপি, কুলটিয়া বিএনপি, খানপুর বিএনপি, হরিহরনগর বিএনপি, চালুয়াহাটি বিএনপিসহ বিভিন্ন নেতৃবৃন্দ। শেষ শ্রদ্ধা জ্ঞাপন শেষে আমিনপুর ঈদগাহে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিশাল এ জানাজায় ইমামতি করেন মরহুম মশিউর রহমানের চাচাতো ভাই মাওলানা জুলফিকার আলী।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, মোহাম্মদ মুছা, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক, মনিরামপুর থানা বিএনপির সভাপতি মেয়র প্রার্থী আডভোকেট শহীদ ইকবাল হোসেন, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি, ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন এবং মশিউর রহমানের ছোটভাই আনসার আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, আবদুস সালাম আজাদ, যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মকবুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস, শার্শা থানা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, মনিরামপুর থানা যুবদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক নিস্তার ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে মশিউর রহমানকে দাফন করা হয়। জানাজা অনুষ্ঠানে থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন ঘোষণা দেন আগামী ২৩ জানুয়ারি দুপুরে আমিনপুর ঈদগাহে মশিউর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার(১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তিকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। এদিকে প্রয়াত এসএম মশিউর রহমানের স্মরণে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মেয়র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, শফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, নিস্তার ফারুক, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান প্রমুখ।