শীতের তীব্রতায় পাইকগাছায় বেড়েছে পুরনো গরম কাপড় বেচাকেনার ধুম

0

এইচ.এম.শফিউল ইসলাম,কপিলমুনি (খুলনা) ॥ মাঘের শুরুতে খুলনার পাইকগাছা উপজেলায় শীত জেঁকে বসেছে। মৃদ্যু শৈত্যপ্রবাহ আর হাড় কাঁপানো শীতে মানুষসহ প্রাণীকূল হয়ে পড়েছে জবুথবু। শীত নিবারণের জন্য নিম্নআয়ের মানুষ ঝুঁকে পড়েছেন উপজেলার বাজারে ফুটপাতের পুরনো শীতবস্ত্রের দোকানগুলোতে। পড়েছে কেনাকাটার ধুম। যে যার সাধ্যমত শীতবস্ত্র কেনাকাটা করছেন। পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভালো মানের পোশাকও পাওয়া যাচ্ছে। এ কারণে মধ্যবিত্তদের আনাগোনা দেখা যাচ্ছে। শীতের এ সময় পাইকগাছা পোস্ট অফিসের সামনে, মাছ কাটা রোড, পরিবহন কাউন্টারের পাশে ও পৌরসভার পাশের বেশ কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে পুরনো শীতবস্ত্র। এসব দোকানে জ্যাকেট, সোয়েটার, কোট, মাফলার, গেঞ্জি, মোজা ও মেয়েদের বিভিন্ন ডিজাইনের গরম কাপড়ের পসরা সাঁজানো রয়েছে। তাছাড়া ভ্যানে করে বিভিন্ন হাট-বাজারে ঘুরে ঘুরে ৩০ টাকা দরে বাচ্চাদের বিভিন্ন রকম গরম কাপড় বিক্রি হচ্ছে। ক্রেতা শহিদুল ইসলাম জানান, পয়সাওয়ালাদের কাছে শীতের পোশাকটি পছন্দ হলেই হোলো, তাদের কাছে দাম কোনো বিষয় না। এ কারণে পুরানো ভালমানের পোশাকের দাম বেশি হওয়ায় হতদরিদ্র ক্রেতারা পছন্দের পোশাকটি কিনতে পারছেন না। পুরাতন কাপড় ব্যবসায়ী সাইদ হোসেন, মনির, আজিবর ও আবুল হোসেন জানান, কিছুদিন আগেও শীত না থাকায় পুরাতন শীতবস্ত্র নিয়ে চিন্তায় পড়েছিলাম। শীত চলে গেলে এ পোশাক আর বিক্রি হবে না। তবে এখন শীত বেড়ে যাওয়ায় বেচাকেনা ভাালো হচ্ছে। বিক্রেতা ইউছুপ আলী জানান, ২০-৩০ টাকা থেকে শুরু করে ৫শ থেকে ৮শ টাকা দরেরও পোশাক রয়েছে। বিক্রেতারা আরও জানান, ধনী ক্রেতাদের পোশাক পছন্দ হলে ১ হাজার থেকে দেড় হাজার টাকায়ও বিক্রি করা যায়।