বাঘারপাড়া পৌর নির্বাচনে ধানের শীষ পেলেন আব্দুল হাই মনা

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীক পেয়েছেন পৌর বিএনপির আহবায়ক সাবেক পৌরমেয়র আব্দুল হাই মনা। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের পৌরনির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রটি গতকাল আব্দুল হাই মনার পক্ষ থেকে গ্রহণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক কার্যনির্বাহী সদস্য ইমামুল ইসলাম। দলীয় মনোনয়ন পাওয়ায় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল হাই মনা বাঘারপাড়ার একজন পরিচিত মুখ। তিনি উপজেলার দোহাকুলা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা বাঘারপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল খালেক বিশ্বাস। ২০১১ সালে পৌর নির্বাচনে বিজয়ী হয়ে বাঘারপাড়া পৌরসভার দ্বিতীয় মেয়র হিসেবে নির্বাচিত হন আব্দুল হাই মনা। এসময় একটানা ২০১৫ সাল পর্যন্ত তিনি সুনামের সাথে মেয়রের দায়িত্বপালন করেন। সর্বশেষ পৌর নির্বাচনেও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্র দখল ও ভোট ডাকাতি সত্ত্বেও তিনি সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। দলীয় মনোনয়ন পাওয়ার বিএনপি নেতা আব্দুল হাই মনা তার প্রতিক্রিয়ায় বলেন, আমার বাবা আজীবন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বাবার পথ ধরে আমিও কিশোরকাল থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে অদ্যবধি দায়িত্বপালন করে চলেছি। আওয়ামী লীগ সরকারের শত দুঃশাসন নির্যাতন নিপীড়নের পরও দলের সাথে মিশে আছি। যে কারণে দল আমাকে এ নির্বাচনে মূল্যায়ন করেছে। তিনি বলেন, বাঘারপাড়া বিএনপির ঘাঁটি। এর আগে উপজেলা নির্বাচনে দুইবার আমাদের মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছিলো। পৌর নির্বাচনেও আমরা জিতেছি। সুতরাং নির্বাচন যদি সুস্থ হয় তাহলে আমাদের বিজয় নিশ্চিত। নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জনগণ এ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করবে।