ভোটারদের জন্য বিরিয়ানির আয়োজন, ভ্রাম্যমাণ আদালতের বাগড়া

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম ভোটারদের জন্য বিরিয়ানি রান্নার ব্যবস্থা করেন। রান্নার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সেখানে অভিযান চালিয়ে খাবার জব্দ করে তা এতিমদের মধ্যে বিলিয়ে দেয় কর্তৃপ। এর আগেও কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম ভোটারদের তেল উপহার দিয়ে আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটিয়েছিলেন। শনিবার সকাল থেকে কুষ্টিয়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের স্থাপিত ৩৩নং কেন্দ্র বারখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাত্র ১০০গজ দূরত্বের মধ্যে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলামের প থেকে ভোটারদের জন্য খাবার তৈরি হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ।
প্রত্যদর্শীরা জানান, সেখানে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলামের পে প্রায় ৯মন চালের সঙ্গে আনুষঙ্গিক উপকরণসহ বিরিয়ানি তৈরি হচ্ছিল।খবর পেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সেখানে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে ১০টি বড় ড্যাগ (পাতিল) ও ১০০ প্যাকেট পোলাও জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব খাবার নিকটস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন্নাহার জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রের পাশে ভোটারদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে এমন সংবাদ শোনার পর সেখানে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, ১৩নং পোর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে রান্নার আয়োজন করেছিলেন। বড় বড় ডেকচিতে এসব খাবার রান্না করা হয়েছিল। উল্লেখ্য, ইতিপূর্বেও কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের মধ্যে নারকেল তেল ভর্তি বোতল বিতরণ করায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকার জরিমানা করেছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের ভ্রাম্যমাণ আদালত। ২য় ধাপের পৌর নির্বাচনে কুষ্টিয়া, কুমারখালী, ভেড়ামারা ও মিরপুর ৪টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।