দাকোপে আবুল খায়ের খানের স্মরণসভা অনুষ্ঠিত

0

খুলনা ব্যুরো ॥ খুলানার দাকোপ উপজেলা বিএনপির আহ্বায়ক সদ্য প্রয়াত আবুল খায়ের খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার চালনা পৌর মিলনায়তনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি সভাপতি অ্যাড শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনবি সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোল্লা খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, দাকোপ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম রুহুল আমীন, দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাড. মহানন্দ সরকার, জাতীয় দাকোপ প্রেস ক্লাবের সভাপতি সচিনদ্রনাথ মন্ডল, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা খান, চালনা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল গফুর সানা প্রমুখ। সভা শেষে নেতৃবৃন্দ আবুল খায়ের খানের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্য ও তার মায়ের সাথে সাক্ষাত করেন, তাদের সান্ত্বনা দেন।