পাঁচজনকে বাদ দিয়ে নতুন নয়জন নিল পাকিস্তান

0

লোকসমাজ ডেস্ক॥ নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে দেখা যাচ্ছে, নতুন মুখের ছড়াছড়ি। সবশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে পাঁচজনকে। অন্যদিকে স্কোয়াডে নেয়া হয়েছে নয়জন অনভিষিক্ত খেলোয়াড়কে। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ২-০’তে হেরে যাওয়া সিরিজের দল থেকে বাদ দেয়া হয়েছে হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, শান মাসুদ ও জাফর গোহারকে। এছাড়া হ্যামস্ট্রিংয়ে সমস্যা থাকায় বিবেচনায় আনা হয়নি নাসিম শাহকে। তারা প্রত্যেকে এইচপি ইউনিটের কোচদের সঙ্গে কাজ করবেন।
এদিকে স্কোয়াডে সুযোগ পাওয়া অনভিষিক্ত খেলোয়াড়রা হলেন আবদুল্লাহ শফিক, হারিস রউফ, কামরান গুলাম, নোমান আলি, সালমান আলি আঘা, সৌদ শাকিল, সাজিদ খান এবং তাবিশ খান। ঘরোয়া ক্রিকেটে উদ্ভাসিত পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন তারা। আগামী ২৬ জানুয়ারি থেকে করাঁচিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে। পরে ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি হবে সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড
ওপেনার- আবিদ আলি, আবদুল্লাহ শফিক এবং ইমরান বাট।
মিডল অর্ডার ব্যাটসম্যান- আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, কামরান গুলাম, সালমান আলি আঘা এবং সৌদ শাকিল।
অলরাউন্ডার- ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নওয়াজ।
উইকেটরক্ষক- মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক) এবং সরফরাজ আহমেদ।
স্পিনার- নোমান আলি, সাজিদ খান এবং ইয়াসির শাহ।
ফাস্ট বোলার- হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি এবং তাবিশ খান।