চৌগাছায় অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা দিলেন ভাটার ট্রাক মালিক ও চালকরা

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় অনুমতি ছাড়া কৃষি জমি থেকে মাটি কেটে ভাটায় নেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১২টি ট্রাক চালক-মালিকের কাছ থেকে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে চৌগাছা উপজেলা সদরের ইছাপুর বটতলাসহ বিভিন্ন সড়কে ইউএনওর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ট্রাকগুলো আটক করে চৌগাছা থানায় নেয়া হয়।
বুধবার বেলা ১১ টা থেকে বেলা একটা পর্যন্ত থানা চত্তরে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করে ট্রাক চালক ও মালিকদের সতর্ক করে দেয়া হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, চৌগাছা থানা পুলিশের ওসি রিফাত খান রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিন গভীর রাতে চৌগাছার বিভিন্ন গ্রামের কৃষি জমি থেকে মাটি কেটে ওই সব ট্রাকে করে ইটভাটাগুলোতে নেয়া হয়। এতে করে সড়কে দুর্ঘটনা লেগেই থাকে। গত ডিসেম্বর মাসে এক সপ্তাহের ব্যবধানে এসব মাটির ট্রাক দুর্ঘটনায় দুই স্কুল শিার্থী ও এক গৃহবধূ মারা যান। এসব দুর্ঘটনার প্রেেিত ইটভাটা মালিকদের তাদের ট্রাক চলাচলের বিষয়ে সতর্ক করা হয়। এরপরও গভীর রাতে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে ইটভাটায় নেয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ট্রাকগুলো আটক করা হয়।