ষাটোর্ধ্ব নারীকে কম্বল দিল জয়তী সোসাইটি

0

লোকসমাজ ডেস্ক॥‘বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বয়স্কদের জন্য নিরাপদ আনন্দ আশ্রম’। আসুন আমরা আমাদের মায়েদের জন্য কিছু করি। এই তাড়নার প্রেক্ষিতে মহিলা ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান যশোরের জয়তী সোসাইটি প্রতি বছর সোসাইটির ৬০ ঊর্ধ্ব নারীদের বিভিন্ন উপহার দিয়ে থাকে। এ বছর বৃহস্পতিবার সোসাইটির শহরের মুজিব সড়কের কার্যালয় প্রাঙ্গনে ২০০ জন ৬০ ঊর্ধ্ব মাকে ১টি করে কম্বল ও ১টি সাবান দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়তী ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথি ছিলেন এই কমিটির সহ-সভাপতি অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, দাতা সদস্য লোন অফিস পাড়ার সালেহা খাতুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন এই কর্মসূচির সম্পাদক ও জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, কোষাধ্যক্ষ ফিরোজা খাতুন, ম্যানেজার (অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ^াস, প্রোগ্রাম ম্যানেজার মো. রোকনুজ্জামান, ইউনিট ম্যানেজার বর্ণালী সরকারসহ জয়তী সোসাইটির ৫৪টি সংগঠনের নেতাকর্মী। বিজ্ঞপ্তি