শামসুল হুদার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

0

স্টাপ রিপোর্টার॥এদিকে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর জেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি এমএ কাশেম, সিনিয়র সহসভাপতি সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক বিল্লাল শেখসহ নেতৃবৃন্দ। অনুরূপ শোক প্রকাশ করেছেন, যশোর জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে। শোকবার্তায় দলটির পক্ষ থেকে শোক জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপাসহ যশোর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক মুফতি নুরুল আমিন, হাকিম মুফতি ফিরোজ শাহ, নজরুল ইসলাম এমএ হালিম, সদস্য শরিফুল ইসলাম সরু চৌধুরী, অ্যাড. মাহবুব আলম বাচ্চু, অ্যাড. জহুরুল হক জহির, হাবিবুর রহমান হাবিব, অ্যাড. অকিল উদ্দিন, অ্যাড. জিএম মুছাসহ দলটির জেলা ও উপজেলার সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা জানান, মরহুম মুক্তিযোদ্ধা শামসুল হুদা জাতীয় পার্টির সাবেক জেলা সভাপতিও ছিলেন।
বর্ষীয়ান রাজনীতিক, বিএনপি নেতা শামসুল হুদার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে, নিরাপদ সড়ক চাই নিসচা যশোর জেলা শাখা। সংগঠনটির পক্ষে বিবৃতি জানিয়েছে, নিসচার জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাদেকুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক এম তারাজুল ইসলাম প্রমুখ। অনুরূপ শোক বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল যশোর জেলা শাখা। বিবৃতিদাতারা হলেন, সংগঠনটির জেলা সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সহসভাপতি শিকদার সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন প্রমুখ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান। যশোর জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এবং যশোর জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়। বিবৃতিতে তাঁরা বলেন, ১৯৬৯ সালের ছাত্র-গণ আন্দোলনে শামসুল হুদা বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ’৭১ এর মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। যশোরের রাজনীতিতে তিনি অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। নেতৃদ্বয় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, ২০ দলীয় জোটের নেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র প্রেসিডিয়াম সদস্য মো: নিজামউদ্দিন অমিত, জাগপা, যশোরের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল চৌধুরী, অর্থ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আফসানা ইয়াসমিন অনুরূপা, সহসভাপতি ইদ্রিস মৃধা, নূরজাহান খানম, সাবিত্রী বিশ্বাস, বজলু হাওলাদার, খন্দকার আলমগীর হোসেন আলম, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, শেখ কায়েম আলী, আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, দপ্তর সম্পাদক ডাঃ রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জাভেদ কাজী, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হাসান রাব্বু প্রমুখ।