জিএম কাদের করোনা আক্রান্ত

0

লোকসমাজ ডেস্ক॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি কোনো শারীরিক জটিলতায় ভুগছেন না বলে জানানো হয়েছে।বৃহস্পতিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার উত্তরার বাসায় আইসোলেশনে আছেন।এতে বলা হয়, জাতীয় পার্টির প্রধান ভালো আছেন, সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ ও স্বাভাবিক খাদ্য গ্রহণ করছেন। তার কোনো নেতিবাচক উপসর্গ নেই।
মঙ্গলবার রাতে করোনা পরীক্ষায় পজেটিভ ধরা পড়ে জিএম কাদেরের। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সূত্র : ইউএনবি