প্রাচ্য সংঘের নাটক শয়তান কাল শিল্পকলায়

0

স্টাফ রিপোর্টার ॥ প্রাচ্য নাট্য সংঘের বাৎসরিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক শয়তান। কাহলিল জিবরানের গল্প অবলম্বনে এ নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে শয়তান তুই ভাল হ্যঁ। সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রভাব ফেলা এ গল্পের নাট্যরূপ দিয়েছেন ও নির্দেশায় রয়েছেন মাস্উদ জামান।
গতকাল দুপুরে শহরের সার্কিট হাউজপাড়ায় প্রাচ্য সংঘচত্ত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাস্উদ জামান এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান, নাট্যসংঘের পরিচালক অরুণ মজুমদার। প্রাচ্য নাট্য সংঘ যশোরের আয়োজনে এ নাটকে অভিনয় করবেন, অরুণ মজুমদার, ইব্রাহিম খলিল, সোহেল রানা, শাহিল, তাহসিন, আকাশ, হীরা, হাফসা ও মাস্উদ জামান। যশোর সার্কিট হাউজপাড়া বইহাটে টিকিট পাওয়া যাচ্ছে। নাটকের দিন বিকেল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমি চত্ত্বরে এ টিকিট পাওয়া যাবে।