মূল্য সংবেদনশীল তথ্য নেই আরডি ফুডের

0

লোকসমাজ ডেস্ক॥পুঁজিবাজারে তালিকাভূক্ত রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের (আরডি ফুড) শেয়ার দর টানা বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) কোম্পানিটি এ তথ‌্য দেয় বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র।
ডিএসই সূত্র জানায়, ৩০ নভেম্বরের পর থেকে আরডি ফুডের শেয়ার দর অধিকাংশ সময় টানা বেড়েছে। অথচ কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে। দর বাড়ার বিষয়টিকে অস্বাভাবিক মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না- তা জানতে কোম্পানিকে নোটিশ দেয় ডিএসই। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বাড়ার পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই।শেয়ার দর পর্যালোচনায় দেখা গেছে, গত ৩০ নভেম্বর কোম্পানিটির শেয়ার ১২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। ১২ জানুয়ারি কোম্পানির শেয়ার ১৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।