মোংলায় দুই কাউন্সিলর প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে দুই কাউন্সির প্রার্থী একে অপরের বিরুদ্ধে শ্রীলতাহানীর অভিযোগ এনেছেন। ২নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সির প্রার্থী মোঃ শরিফুল ইসলাম প্রচরণার সময় তার এক নারী কর্মীর ওপর হামলার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জলিল শিকদার এই হামলা চালায় বলে তিনি দাবি করেন। এই ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন তিনি।
এসময় তিনি বলেন, শনিবার সকাল ১০টায় ৭নং কলেজ রোড এলাকায় নির্বাচনের সময় লোটাস বেগম নামে এক নারী কর্মীকে জলিল শিকদার শ্লীলতাহানির চেষ্টা করেন। এদিকে একই রকম অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী জলিল শিকদার। থানায় দায়ের হওয়া অভিযোগে তিনি বলেন, হাজী বাহার উদ্দিন সড়কে প্রচরণা চালানোর সময় তার স্ত্রী ইরানী শিকদারের ওপর হামলা চালিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন সরকার সমর্থিত কাউন্সিলর প্রার্থী শরিফুল ইসলাম। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। মোংলা থানার এএসআই ইসমত আরা জলি অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।