এমবাপ্পের খেলায় সন্তুষ্ট হতে পারছেন না নতুন কোচ

0

লোকসমাজ ডেস্ক॥ নতুন হাতে প্যারিস সেন্ত জার্মেইয়ের দায়িত্ব। ফরাসি ক্লাবটির চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন পূরণের মিশনে এবার মাউরিসিও পোচেত্তিনো। নতুন যাত্রার শুরুটা অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেননি এই আর্জেন্টাইন। ড্র করেছেন সেন্ত এতিয়েনের বিপক্ষে। লিগের ম্যাচটিতে খুব একটা সুবিধা করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তাই ফরাসি ফরোয়ার্ডের উন্নতির জায়গা দেখছেন পোচেত্তিনো। নেইমার নেই, পিএসজির আক্রমণভাগের নেতৃত্বের ছিলেন এমবাপ্পে। যদিও খুব কমই প্রভাব ফেলতে পেরেছেন প্রতিপক্ষের রক্ষণভাগে। বিশ্বকাপ জয়ী তারকার কাছে প্রত্যাশা সবসময় বেশিই থাকে। নতুন কোচ পোচেত্তিনোরও তার কাছে চাওয়া অনেক। দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচে এমবাপ্পের কাছে সেটি না পাওয়ায় কিছুটা অসন্তুষ্টই হয়েছেন তিনি।
টমাস টুখেলকে বরখাস্ত করে টটেনহামের সাবেক কোচের হাতে দায়িত্ব দিয়েছে পিএসজি। এতিয়েনের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর এমবাপ্পের উন্নতির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন পোচেত্তিনো। আর্জেন্টাইন কোচের বক্তব্য, ‘আর সবার মতো কিলিয়ানেরও উন্নতি দরকার। জিততে না পারায় তার মধ্যে হতাশা থাকতে পারে এবং ও সবসময় ভালো করার চেষ্টা করে। ওর ভাবভঙ্গি সব ঠিকই আছে। তবে উন্নতি দরকার।’ গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি পিএসজির। অধরা স্বপ্ন পূরণে পোচেত্তিনোকে নিয়ে এসেছে তারা। নতুন কোচ এলে ক্লাবে এমনিতেই একটা পরিবর্তন আসে। সেটা কতটা হয়েছে প্যারিসের দলটিতে? ক্লাবটির অধিনায়ক মারকিনুস বললেন, ‘পরিবর্তন? হ্যাঁ, পরিবর্তন তো এসেছেই, এটাই স্বাভাবিক। তবে সবকিছু তো আর একবারে বদলে ফেলা যায় না।’