কোটি টাকার চাঁদাবাজি হয়েছে বললেও নিজেকে ‘নির্দোষ’ দাবি রতনের

0

লোকসমাজ ডেস্ক॥ গুলিস্তান ট্রেড সেন্টারে (পোড়া মার্কেট) নকশা বহির্ভূত দোকানের বৈধতা দেয়ার নামে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন। তার দাবি, ডিএসসিসির রাজস্ব বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এবং মার্কেট সমিতির নেতারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। এর সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তবে সিটি করপোরেশনের কোন কোন কর্মকর্তা এবং মার্কেটের কোন নেতা এর সঙ্গে জড়িত, তাদের নাম তিনি বলেননি।
২৯ ডিসেম্বর ডিএসসিসি মেয়রের কাছে দেয়া এক চিঠিতে তিনি এসব কথা বলেছেন। চিঠিতে তিনি আরও বলেছেন, তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা না নেয়া হয়। ‘ব্যবস্থা নেয়া হলে তার অপূরণীয় ক্ষতি হবে’ বলেও তিনি উল্লেখ করেছেন। ১৭ ডিসেম্বর সিটি করপোরেশনের মালিকানাধীন গুলিস্তান ট্রেড সেন্টার এবং সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ব্যবসায়ীরা ফরিদ উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছিলেন। তাদের অভিযোগ ছিল, কাউন্সিলর রতন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম বলে অবৈধ দোকান বৈধ করার জন্য কয়েক কোটি টাকা আদায় করেছেন। এমন অভিযোগ গণমাধ্যমে প্রচারের পর মেয়র তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন। ২৯ ডিসেম্বর সেই নোটিশের জবাব দিয়েছেন তিনি। শুক্রবার (৮ জানুয়ারি) জাগো নিউজের কাছে শোকজের জবাবের চিঠির একটি কপি এসেছে। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বিএম আমিন উল্লাহও নোটিশের জবাবের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আমিন উল্লাহ জানিয়েছেন, মেয়রের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।