স্মিথের ফর্মে ফেরার ইঙ্গিত, বৃষ্টিবিঘ্নিত দিনে হাসি অস্ট্রেলিয়ার

0

লোকসমাজ ডেস্ক॥ প্রথম দুই টেস্টের চার ইনিংসে মোট রান ৯। স্টিভেন স্মিথের অফফর্ম সিরিজে ভালোই ভুগিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম টেস্টে দারুণ জয়ে অভাব বুঝতে না পারলেও দ্বিতীয় টেস্টে স্মিথের দুই ইনিংসে ৮ আর শূন্যতে আউট হওয়া অসিদের বড় বিপদে ফেলেছিল। ব্যাটিং বিপর্যয়ে টেস্টটা ভারতের কাছে হেরে যায় স্বাগতিকরা। তবে সিডনিতে সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে স্মিথের ব্যাটে ফর্মে ফেরার ইঙ্গিত। দারুণ আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৩১ রানে প্রথম দিন শেষ করেছেন তিনি। তৃতীয় উইকেটে মার্নাস লাবুশানের সঙ্গে গড়েছেন ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি। সব মিলিয়ে সিডনিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনটা দারুণ কেটেছে অস্ট্রেলিয়ার। অভিষিক্ত উইল পুকোভস্কি আর মার্নাস লাবুশানের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করেছে স্বাগতিকরা। অথচ টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো ছিল না অসিদের। চোট কাটিয়ে ফেরা ডেভিড ওয়ার্নার মাত্র ৫ রান করে মোহাম্মদ সিরাজের বলে চেতেশ্বর পূজারা হাতে ক্যাচ দেন। ম্যাচের ৭.১ ওভারেই হানা দেয় বৃষ্টি। বৃষ্টি বন্ধ হলে দ্বিতীয় উইকেটে ধাক্কা সামলে নেন অভিষিক্ত পুকোভস্কি আর লাবুশানে। কাটায় কাটায় ১০০ রানের জুটি গড়েন তারা। পুকোভস্কি তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। দুইবার অবশ্য রিশাভ পান্তের হাত ফস্কে বেঁচে গেছেন এই অভিষিক্ত। শেষ পর্যন্ত আরেক অভিষিক্ত নভদ্বীপ সাইনির পেসে এলবিডব্লিউ হন পুকোভস্কি। ১১০ বলে ৪ বাউন্ডারিতে তিনি করেন ৬২ রান। হাফসেঞ্চুরি পেয়েছেন লাবুশানেও। ১৪৯ বলে ৮ বাউন্ডারিতে ৬৭ রান নিয়ে অপরাজিত আছেন এই ব্যাটসম্যান।