অভিষেকেই রেকর্ডবইয়ে পুকোভস্কি-সাইনি, পান্তর ক্যাচ মিসের প্রদর্শনী

0

লোকসমাজ ডেস্ক॥ অভিষেক ম্যাচেই রেকর্ডের পাতায় নাম লেখালেন উইল পুকোভস্কি আর নভদ্বীপ সাইনি। অস্ট্রেলিয়ান ওপেনার পুকোভস্কি ক্যারিয়ারের প্রথম টেস্টেই তুলে নিয়েছেন দুর্দান্ত এক হাফসেঞ্চুরি আর নভদ্বীপ সাইনি পেয়েছেন উইকেটের দেখা। অভিষেকে হাফসেঞ্চুরি, অভিষেক ম্যাচে উইকেট-এ আর কি এমন বিরল ঘটনা! বিরল ঘটনা হলো, এক অভিষিক্ত পুকোভস্কির উইকেটটি নিয়েছেন আরেক অভিষিক্ত সাইনি। অথচ সাইনিকে বাউন্ডারি হাঁকিয়েই ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরি তুলে নিয়েছিলেন পুকোভস্কি। শেষটাও হয়েছে সাইনির বলে। ৬২ রানে ভারতীয় পেসারের দুর্দান্ত এক ডেলিভারি মিস করে এলবিডব্লিউ হন অসি ওপেনার।
এর আগে চারবার এমন বিরল রেকর্ড দেখেছে টেস্ট ক্রিকেট। প্রথমবার দেখা যায় ১৯৪৬ সালে। লর্ডসে স্যার অ্যালেক বেডসারকে আউট করেন বিজয় হাজারে। পুকোভস্কি-সাইনির রেকর্ডের দিনে অবশ্য সবটুকু আলো নিজের দিকে নিয়েছেন রিশাভ পান্ত। না, রেকর্ড বা দুরন্ত পারফরম্যান্সে নয়। একের পর এক ক্যাচ ড্রপ করে আলোচনায় এসেছেন ভারতীয় উইকেটরক্ষক। হাফসেঞ্চুরিয়ান পুকোভস্কিও দুইবার জীবন পেয়েছেন পান্তের হাত ফস্কে। ২৬ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের বলে তার এজ হয়েছিল, পান্ত সেটি ধরতে পারেননি। ৩২ রানে মোহাম্মদ সিরাজের বলে পান্ত বলটা গ্লাভসবন্দী করলেও সেটা মাটিতে লাগিয়ে ফেলেন, ফলে ফের জীবন পান পুকোভস্কি। টেস্টে মতো ফরমেটে, যেখানে একটি ভুল ঘুরিয়ে দিতে পারে ম্যাচ; পান্তের শিশুসুলভ ভুল নিয়ে তুমুল কথা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইতিমধ্যেই নানা ধরনের ট্রলের শিকার হয়েছেন ভারতীয় উইকেটরক্ষক।