সবচেয়ে বেশি দর বেড়েছে ফার কেমিক্যালের

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সবচেয়ে বেশি দর বেড়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এদিন কোম্পানি ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ফার কেমিক্যালের শেয়ার সর্বশেষ ১১ টাকায় লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বেড়েছে। কোম্পানির মোট ৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ার দর বৃদ্ধির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২২ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকায় তৃতীয় অবস্থানে আছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯.৯৮ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৫৪ টাকায় বেচাকেনা হয়েছে।
দর বৃদ্ধিতে শীর্ষ দশ কোম্পানির অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- রবি আজিয়াটা, আইটি কনসালটেন্টস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এএফসি অ্যাগ্রো, স্যালভো কেমিক্যাল, অলিম্পিক এক্সেসরিজ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।