দর বেড়েছে জিবিবি পাওয়ারের

0

লোকসমাজ ডেস্ক॥ বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ার দর। এর পেছনে কোনো ধরনের কারণে নেই বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।বুধবার (৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ধারাবাহিকভাবে জিবিবি পাওয়ারের শেয়ার দর বাড়তে থাকলে বিষয়টিকে অস্বাভাবিক মনে করে দর বাড়ার কারণ জানতে কোম্পানিকে নোটিশ দেয় ডিএসই। জবাবে কোম্পানি জানায়, দর বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ কারণ ছাড়াই শেয়ার দর বাড়ছে।
পর্যালোচনায় দেখা যায়, গত ২৪ ডিসেম্বর জিবিবি পাওয়ারের শেয়ার দর ছিল ১৩ টাকা ৬০ পয়সা। বুধবার কোম্পানির শেয়ার ২১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানির এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
কোম্পানিটি পুঁজিবাজারে ২০১২ সালে তালিকাভুক্ত হয়েছে।