ইবির সেই সহকারী প্রক্টরকে অব্যাহতি

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক আলতাফ হোসেনকে ‘মাথা ফাটিয়ে খুন’- করার হুমকি দেয়ার ঘটনায় সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ পদ থেকে অব্যাহতি দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থাপনা বিভাগের ঐ শিক্ষককে এ পদ থেকে অব্যাহতি দিয়েছেন। জানা যায়, শুক্রবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে ‘মাথা ফাটিয়ে খুন’- করার হুমকি দেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামান। পরে ভুক্তভোগী শিক্ষক ওইদিন বিকেলে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরকে তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পূর্বশত্রুতার জেরে আবাসিক এলাকা মেঘনা ভবনের পেছনে সহকারী অধ্যাপক আলতাফ হোসেনেকে লাঠি হাতে মারতে তেড়ে যান অভিযুক্ত সহকারী প্রক্টর নাসিমুজ্জামান। এ সময় আলতাফকে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগও ওঠে। আশেপাশের কোয়ার্টারে অবস্থানরত অন্য শিক্ষকরা সহকারী প্রক্টর নাসিমুজ্জামানকে থামান। ঘটনার পরই তিনি ইবি থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার পর থেকেই ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে অভিযুক্তকে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান। এছাড়া মেঘনা ভবনের আবাসিক অন্য শিক্ষকরা তার আবাসিকত্ব স্থায়ীভাবে বাতিল এবং উপযুক্ত শাস্তির দাবি জানান।