ঝিনাইদহে করোনা ভাইরাসের গুজব বিভ্রান্তি ও মৃতদেহের দাফনের বিষয়ে প্রশিক্ষণ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাসের গুজব, বিভ্রান্তি ছড়ানো ও মৃতেদহের কাফন-দাফন করার বিষয়ে এক প্রশিণ ও মতবিনিময় সভা সোমবার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন-অর-রশিদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ রোকন উজ্জামান, ও ইফার এফও মোঃ শামসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা- কর্মচারী, গণশিার শিকবৃন্দ করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের কাফন-দাফনের যে কাজটি করেছেন তা খুবই প্রশংসার দাবী রাখে। যে কাজটি আপনজনের করার কথা সেখানে বাস্তবে আপনজনকে পাওয়া যাচ্ছে না। সেখানে ভয়-ভীতি দূর করে এগিয়ে গেছে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালীন সময়ে অনেক সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন যার সুফল ভোগ করছেন জনগন। বর্তমানে সরকার গৃহহীনদের গৃহ নির্মাণসহ অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। আর এ উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়েছে সরকারের ধারাবাহিকতা থাকার কারনে। করোনা ভাইরাস নিয়ে কোন প যাতে গুজব ও বিভ্রান্তি ছড়াতে না পারে সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। প্রশিণ ও মতবিনিময় সভায় করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের কাফন-দাফন কমিটির প্রতি উপজেলা থেকে ৫ জন করে মোট ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুর রাজ্জাক।