সৌরভের চিকিৎসায় ৯ চিকিৎসকের বোর্ড

0

লোকসমাজ ডেস্ক॥ হার্ট অ্যাটাক করে হাসপাতালের ভর্তি হওয়ার পর এখনও সেখানেই আছেন সৌরভ গাঙ্গুলি। কলকাতার উডল্যান্ড হাসপাতালে রয়েছেন পর্যবেক্ষণে। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ভালো আছেন ‘দাদা’। তবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির পুরোপুরি অবস্থা পর্যালোচনা এবং পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে ৯ বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে এই বোর্ডই সব বিষয়ে তদারকি করছে। এদিকে, সৌরভ গাঙ্গুলির শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে আজই কলকাতায় আসার কথা কেন্দ্রীয় মন্ত্রী ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের। সৌরভকে দেখতে হাসপাতালে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র এবং বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ।
হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার আলিপুরে বেসরকারি হাসপাতাল উডল্যান্ডে চিকিৎসাধীন সৌরভ গাঙ্গুলির শারীরিক পরিস্থতির খোঁজ-খবর নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তার স্ত্রী ডোনা গাঙ্গুলির সঙ্গেও কথা বলেছেন মোদি। কেন্দ্রের পক্ষ থেকে সৌরভকে সবরকম সহায়তার আশ্বাস আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌরভের পরিবার চাইলে দিল্লির এইএমস থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কলকাতায় আনা হবে বলে জানিয়েছিলেন অমিত শাহ। যদিও বর্তমান হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মেনেই ব্যবস্থা নেয়া হবে। আপাতত ভালোই আছেন সৌরভ। নিয়মিত খাবার খাচ্ছেন, ঘুমও ভালো হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত সৌরভের বাইপাস সার্জারির দিকে না যাওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।