জাতীয় সমাজসেবা দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে এ প্রতিপাদ্যের আলোকে যশোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় যশোর কালেক্টরেট চত্বরে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান র‌্যালির উদ্বোধন করেন। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সমাজসেবা একটি মহৎ কাজ। এ কাজে যারা নিষ্ঠার সাথে কাজ করেন তারা সর্বক্ষেত্রে প্রশংসার দাবিদার। যশোর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর প্রেসকাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সমাজসেবা কর্মকর্তা রুবেল হালদার।
অনুষ্ঠানে ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ২০ জন রোগী, ৫ জন বয়স্ক ও ৫ জন বিধবা এবং ১০ জন প্রতিবন্ধীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।