যশোরে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত নতুন বছরে ফ্যাসিস্ট সরকারের রোষানল থেকে জনগণকে মুক্ত করবে ছাত্রদল

0

মাসুদ রানা বাবু ॥ যশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত মেধার আলোয় বিকশিত ছাত্রদল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের ঘন্টা বাজাবে। তারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিল। সম্ভাবনার নবদিগন্তে সূর্য উদিত হয়েছে। নতুন বছরেই আরেকটি গণঅভ্যুথ্তানের মধ্য দিয়ে ছাত্রদল জনগণকে বর্তমান ফ্যাসিস্ট সরকারের রোষানল থেকে মুক্ত করবে। ছাত্রদল একটি আপোষহীন সংগঠন। তারা কোন ফ্যাসিস্ট স্বৈরাচারের রক্ত চক্ষুকে ভয় পায় না।
গতকাল শনিবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ছাত্রদল ক্ষমতাসীন দলের ছাত্রলীগের মত কোন সন্ত্রাসী সংগঠন নয়। এশিয়ার সর্ববৃহৎ সুসংগঠিত আদর্শিক সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের নির্যাতিত নিপীড়িত শিক্ষার্থীদের একমাত্র আশ্রয়স্থল ছাত্রদল।
ছাত্রলীগের হাতে শিক্ষাপ্রতিষ্ঠান সহপাঠীর হাত রক্তে রঞ্জিত হয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, বোমাবাজির ঘটনা ঘটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে অকার্যকর করা হয়েছে। আবরারের মত মেধাবী শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে। ছাত্রলীগের মত অপকর্মে সেঞ্চুরি করার একটি রেকর্ডও ছাত্রদলের নেই। আছে গৌরবোজ্জ্বল ইতিহাস। তারা বিভিন্ন যৌক্তিক দাবিতে, এমনকি ছাত্রলীগের হাতে নির্মম নির্যাতনের শিকার সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সঠিক ও যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে ছাত্র সমাজ সুসংগঠিত করার মধ্য ছাত্রদল প্রতিষ্ঠা করেন। সেই দলের নেতা-কর্মীরা দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে। আজ শিক্ষার্থীদের যে বই দেয়া হচ্ছে, এর দাবিদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ১৯৯১ সালে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়ার কর্মসূচি শুরু করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠনটি আরও সুসংগঠিত ও ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটাবে। প্রতিষ্ঠিত করবে গণতান্ত্রিক সরকার। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। সচিব প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন রাজু ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন আরেফ যুগ্ম সম্পাদক এবিএম মাহামুদ আলম সরদার। সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলনা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, যুগ্ম সম্পাদক সোহানুর রহমান শামীম, ছাত্রদল নেতা শেখ হাসান ইমাম, পিকুল হোসেন, শফিকুল ইসলাম জয়, মিজান চৌধুরী, শাওন ইসলাম, শফিউল্লাহ, সাব্বির হোসেন, আব্দুল্লাহ-আল-মারুফ, রাজু আহমেদ, নয়ন হোসেন, সাকিব আহমেদ, আব্দুর রহিম, মোহায়মেন, কামরুল ইসলাম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।