চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ক্যাম্পে ৩২ খেলোয়াড়

0

লোকসমাজ ডেস্ক॥ স্বাগতিক হওয়ার সুবাদে প্রথমবারের মতো হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ।আগামী ১১ থেকে ১৯ মার্চ ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে হবে এশিয়ান হকির সর্বোচ্চ মর্যাদার এ টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে বাংলাদেশ, ভারত, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া।
প্রথমে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল গত বছর অক্টোবরে। করোনাভাইরাসের কারণে পিছিয়ে চলে আসে ২০২১ সালে।
দেশের মাটিতে অনুষ্ঠিতব্য এই ট্রফিতে অংশ নিতে প্রধান কোচ মাহবুব হারুনের অধীনে জাতীয় হকি দলের প্রস্তুতি শুরু হবে ১০ জানুয়ারি। ক্যাম্পের জন্য প্রধান কোচ ৩২ খেলোয়াড়কে ডেকেছেন। যেখানে যুব দলের (অনূর্ধ্ব-২১) খেলোয়াড় আছেন ১৮ জন। বাকিরা সিনিয়র দলের।
ক্যাম্পে ডাক পাওয়া ৩২ খেলোয়াড় হলেন
গোলরক্ষক: অসীম গোপ, আবু সাইদ, বিপ্লব কুজুর ও নুরুজ্জামান নয়ন।
রক্ষণভাগ: আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, সোহানুর রহমান, মেহেদি হাসান, রেজাউল করিম, মনোজ বাবু, শফিউল আলম, খোরশেদুর রহমান, সারোয়ার মোর্শেদ ও খালেদ মাহমুদ।মধ্যমাঠ: সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমুদ্দিন, ফজলে হোসেন, হাসান যুবায়ের নিলয়, আবেদ উদ্দিন ও রাজু আহমেদ।
আক্রমণভাগ: রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম, রকিবুল হাসান, পুস্কর ক্ষীশা মিমো, রাজীব দাশ, মোহাম্মদ মহসিন ও দেবাশিষ কুমার।