রাস্তা রক্ষার দাবিতেস্মারকলিপি প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে বাউলিয়া গ্রামে ব্যক্তি মালিকানাধীন রাস্তা মাটির ট্রাক চালিয়ে চলাচলের অনুপযোগী করে তুলছে একটি মহল। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে ভুক্তভোগীরা বলেন, বাউলিয়া গ্রামের পূর্বপাড়া থেকে কানাপুকুর বিল পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে এলাকাবাসীর উদ্যোগে। শুধুমাত্র মাঠ থেকে ফসল নিয়ে আসা ও চলাচলের জন্যে রাস্তাটি নির্মাণ করা হয়। সম্প্রতি একই গ্রামের গোলাম রব্বানী গাজীর ছেলে ইখলাছ হোসেন ও মৃত আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম ওরফে ইরান এলাকার কিছু রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের নাম ভাঙিয়ে জোরপূর্বক দাইতলা গ্রামের ধানী জমির মাটি ক্রয় করে ট্রাকে বহন করছে। যার ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। রাস্তার পাশে অবস্থিত পাকা আধাপাকা বসতবাড়ির ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামের কাছে অভিযোগ করলে তিনি সংশ্লিষ্ট ইউপি সদস্য মাসুদুর রহমানকে দিয়ে নিষেধ করেন। তারপরও তারা কর্ণপাত করেনি। পাল্টা হুমকি ধামকি দিয়ে তাদের কাজ অব্যাহত রেখেছে। এমতাবস্থায় এলাকাবাসী তাদের তৈরি রাস্তা দিয়ে মাটি বহনকারী ট্রাক চলাচল বন্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।