আজ গণতন্ত্র হত্যা দিবস যশোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ ৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ ও গণতন্ত্র হত্যা দিবস। দিবসটি উপলক্ষে বিএনপি কর্মসূচি পালন করছে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এই দিনটি কেবল কলঙ্কিত নয়, জনগণের ভোটাধিকার লুন্ঠনের ন্যাক্কারজনক অধ্যায়। রাষ্ট্রের সবধরনের শক্তির অপপ্রয়োগ ঘটিয়ে ও ভোটারদের পাশ কাটিয়ে প্রহসনমূলক একটি নির্বাচন মঞ্চস্থ হয় ২০১৮ সালের এই দিনে। সেদিন দেশের সকল এলাকা জুড়ে একের পর এক বিস্ফোরিত হয় বোমা। অস্ত্রের ঝনঝনানির মুখের জনগণ তার ভোটাধিকার প্রয়োগে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মালিক জনগণ এই চির সত্য বাক্যটি সেদিন অস্বীকার করা হয়েছিল। তরুণ প্রজন্ম সেদিন ভোট উৎসবের পরিবর্তে বিভীষিকাময় তান্ডব দেখেছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশের জনগণ যা দেখেনি। গুলি, বোমা, সাউন্ড গ্রেনেডের শব্দে সেদিন গোটা বাংলাদেশ কেঁপে উঠেছিল। এই দিনের সেই বিভীষিকাময় তান্ডবে জনগণ এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল যে, ঘর থেকে বাইরে বের হবার সাহসটুকুও হারিয়ে ফেলেছিল। ভোটগ্রহণের আগে ২৯ ডিসেম্বর রাতে পুলিশ ও প্রশাসন আওয়ামী লীগের হয়ে ভোট কেটে ব্যালটবাক্স ভর্তি করেছিল। বাংলাদেশ তথা বিশ্ববাসীর কাছে সেদিন নির্বাচন কমিশনের মত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিল। বিএনপি এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে। যশোর জেলা বিএনপি এদিন বেলা ৩টায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।