চুয়াডাঙ্গার উক্তো গ্রামে হোয়াইট স্টোন জাতের ফুলকপি উৎপাদনের বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি(২৯.১২.২০২০): চুয়াডাঙ্গার সদর উপজেলার উক্তো গ্রামে এ.আর মালিক সীডস প্রাইভেট লিমিটেড কোম্পানীর হোয়াইট স্টোন জাতের ফুলকপি উৎপাদনের বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় উক্তো গ্রামে চাষী আবু বক্কর মালিতার সভাপতিত্বে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে চাষী ফরজ আলী বলেন, তিনি ১৪ কাঠা জমিতে হোয়াইট স্টোন জাতের ফুলকপি আবাদ করতে ব্যয় হয়েছে ১৭ হাজার টাকা। বর্তমানে জমির অর্ধেকের কম ফুলকপি বিক্রি করেছেন ৫২ হাজার টাকায়। এখন তার জমিতে যে পরিমান কপি আছে তা ওই একই দামে বিক্রি হবে বলে তিনি বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি দামুড়হুদা উপজেলার সহকারি কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, যে কোন আবাদ আবহাওয়াগত দিক বিবেচনা করে করা উচিৎ। আবাদের ক্ষেত্রে নিয়মকানুন মানলে ফসল ভাল পাওয়া যাবে। তা নয়তো সমস্যায় পড়তে হয়।
মাঠ দিবসে এ.আর মালিক সীডস প্রাইভেট লিমিটেড কোম্পানীর এরিয়া ম্যানেজার আব্দুল হালিম, দবির উদ্দিন (সেলস এ্যান্ড মার্কেটিং) ও মাকেটিং অফিসার মহসিন রেজাসহ অর্ধ শতাধিক চাষী উপস্থিত ছিলেন।