উহানে করোনা নিয়ে রিপোর্ট করার দায়ে সাংবাদিকের ৪ বছরের জেল

0

লোকসমাজ ডেস্ক॥চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর এ নিয়ে প্রতিবেদন করার দায়ে সাংবাদিক ঝ্যাং ঝানেকে (৩৭) চার বছরের জেল প্রদান করা হয়েছে।
ওই প্রতিবেদন প্রকাশের জের ধরে গত মে মাসে “ঝগড়া এবং সমস্যায় প্ররোচনা দেওয়ার” অভিযোগে তাকে গ্রেপ্তার করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ান।
সোমবার দুপুরে বিচার শুরুর ঘন্টাখানেক পরেই ঝ্যাং ঝানের আইনজীবী জানান যে চীনের ওই নারী সাংবাদিকের চার বছরের জেল হয়েছে।
গত সপ্তাহে রিলিজ হওয়া অভিযোগপত্রে বলা হয়, ঝ্যাং ঝান লেখনী, ভিডিও ও অন্যান্য ইন্টারনেট মাধ্যম যেমন উইচ্যাট, টুইটার ও ইউটিউব ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। পাশাপাশি তিনি বিদেশী গণমাধ্যম – ফ্রি রেডিও এশিয়া, ইপোচ টাইমস এবং অন্যান্য মাধ্যমে কোভিড-১৯ নিয়ে ইন্টার্ভিউ দিয়েছিলেন।
এদিকে দেশটিতে পশ্চিমাদেশগুলোর নজর এড়াতে ক্রিসমাসের সময়ে ক্র্যাকডাউন চলাকালীন তাইওয়ানে পালিয়ে যাওয়ার চেষ্টায় আটক হংকয়ের ১০ বিক্ষোভকারীদের বিচার শুরু হয়েছে।