‘সংখ্যা বাড়ানোর হিসাব কখনো করিনি’

0

লোকসমাজ ডেস্ক॥এই সময়ে শুটিং করতে চাচ্ছি না। কারণ অবস্থা স্বাভাবিক হয়নি। বরঞ্চ করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখন বাড়ছে। অনেক প্রিয়জনকে হারিয়েছি আমরা করোনায়। তাই এখন কাজ করতে চাই না। অপেক্ষা করতে চাই। এভাবেই কথাগুলো বলছিলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। তিনি এখন বাসাতেই বেশির ভাগ সময় থাকছেন।
শিমু বলেন, করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত পরিস্থিতি ভালো হবে না। তাই নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। কাজের ক্ষেত্রে কোন্‌ বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকেন? শিমু বলেন, নাটকের সংখ্যা বাড়ানোর হিসাব কখনো করিনি। ভালো কাজের দিকে মনোযোগী ছিলাম। যখন যে চরিত্রে কাজ করেছি সেটি শতভাগ দিয়ে করার চেষ্টা করেছি। এদিকে করোনা পরিস্থিতির আগে এই অভিনেত্রী ‘ঘোলা’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করেন। এ বিষয়ে শিমু বলেন, ওয়েব সিরিজ এখন ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। তাই এ মাধ্যমে কাজ করার আগ্রহ ছিল। এ সিরিজটি পরিচালনা করছেন তানিম পারভেজ। তবে এই পরিস্থিতিতে শুটিং করার সাহস পাচ্ছি না। এই সময়ে দর্শকরা টেলিভিশনের বাইরে বিনোদনের নানা মাধ্যম পাচ্ছেন। এটিকে শিমু কীভাবে দেখছেন? এ অভিনেত্রী বলেন, নতুনকে গ্রহণ করতে হবে। বিনোদনের মাধ্যম বাড়ার পাশাপাশি কাজের সংখ্যাও বেড়েছে। তবে ওয়েব মাধ্যমের সঠিক ব্যবহার হওয়া উচিত। বর্তমানে অভিনয়ের বাইরে শিমু নিজের প্রতিষ্ঠিত নারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘বেটার ফিউচার ফর উইমেন’ নিয়ে ব্যস্ত আছেন।